বন্দর ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট ও ইন্টারন্যাশনাল হিফয মাদরাসায় শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সকালে আমিন আবাসিক এলাকায় মাদরাসার হলরুমে নবীন বরণ ও ছবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সভাপতি ও যুবলীগ নেতা খান মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ ও ছবক দেন হাজীপাড়া মাদরাসা মুহতামিম মাওলানা মুফতি আব্দুল আহাদ (দা:বা)।
প্রধান অতিথি’র বক্তব্যে খান মাসুদ বলেন, আমি কুরআনের পাখিদের মাঝে আসতে পেরে খুবই আনন্দিত। এখানে যারা ভর্তি হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী ও ভালো পরিবারের সন্তান। শুধু শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। কোন রকম খারাপ কাজের সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, সকলকে দূর্নীতিমুক্ত অসাম্পদ্রায়িক ও মুক্তিযুদ্ধেও চেতনায় উদবুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান এর পাশাপাশি জাতিকে দূর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। তোমরাই আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তোমরা কেউ জঙ্গিবাদসহ খারাপ পথ গুলো পরিহার করতে হবে। নিয়মিত ক্লাশে আসবে। তোমাদের সকল সমস্যা আমরা পাশে রয়েছি। তোমরা পিতা মাতার কথা মেনে চলবে, শিক্ষকদের আদেশ মান্য করলে তোমাদের মঙ্গল হবে। মাদরাসার পড়–য়া শিক্ষার্থীরা ভাল জ্ঞানের অধিকারী হয়। কারণ কুরআন ও হাদিস শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা যেমন নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারেন, তেমনি দেশ ও সমাজের কাজ করতে পারেন।
নতুন ছবক ও নবীন বরণ অনুষ্ঠানে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ পারভেজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট ও ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার সভাপতি ও বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি ইব্রাহিম সরদার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা আজিজুল হক আজিজ, মোঃ মাকসুদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট ও ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার মাওলানা শরীফ হোসাইন, মাওলানা হাবিবউল্লাহ মান্নানী, মাওলান হেদায়েতুল্লা, মাওলানা আব্দুল আজিজ, বন্দর আমিন আবাসিক এলাকার যুব সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ বাবু প্রমূখ।