সাজু হোসেন: জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, নারায়ণগঞ্জ জেলার ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ জানুয়ারী) বিকালে পৌর ওসমান আলী স্টেডিয়ামে এ পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহন করে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে পুরষ্কার লাভ করেন দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়।
পুরষ্কার পেয়ে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবু সংকর লাল ঘোষ জানান, মাদক থেকে দুরে রাখতে আমাদের স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির ও ম্যানেজিং কমিটির সভাপতির সাইফউল্লাহ বাদলের নির্দেশে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়া লেখার পাশা পাশি খেলাধুলায়ও মনোযোগি হওয়ার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছেন। আমরা স্কুল পর্যায় থেকে আন্ত ক্রীড়া পর্যায়ও আমাদের ছাত্র-ছাত্রীদের সুনামের সাথে বিজয়ী হয়ে আসছে।
এসময় উপস্থিত ছিলেন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা নাজমুল নাহার, সহকারী শিক্ষক খায়রুল।