১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নির্দেশে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ই আগস্ট) ফতুল্লা এলাকার যুবলীগের কার্যালয় থেকে এ শোক র্যালী বের হয় এর পঞ্চবটি এলাকা হয়ে পুনরায় ফতুল্লা এসে শেষ।
এসময় যুবলীগ নেতা মীর ফয়সাল বলেন, আপনারা জানে এ শোকের মাসে আমরা কোন আনন্দের কিছু করি না । আর যারা আগুন সন্ত্রাস করছে সেই বিএনপি জামাতকে বলতে চাই আপনারা আগুন সন্ত্রাস বন্ধ করুন না হলে তার প্রতিরোধ করবো যে কোন মূল্যের বিনিময়। আমরা মীর সোহেল আলীর নেতৃত্বে সব সময় প্রস্তুত আছি থাকবো।