১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সেলিনা হায়াত আইবি বলেন “বঙ্গবন্ধু ও জয় বাংলা এখন আর আওয়ামী লীগ বা কোন গোষ্ঠীর একার স্লোগান নয়, এই শ্লোগান এখন বাংলাদেশের সকল মানুষের।”
জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা লেখা, চিত্রাংকন ও অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে।