১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য সহ সকল শহীদদের স্বরণে মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কাশীপুর খিলমার্কেট এলাকায় ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজনের আয়োজনে মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম ওসমান বলেন, এই বিএনপি জামায়াত মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। পাঁচশ জন মানুষ পুড়িয়ে মেরেছে। তিন হাজার মনুষকে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল। স্কুল কলেজ পুড়িয়েছে, গরুও পুড়িয়ে মেরেছে। আবারও আগষ্টের শেষ থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভবিষ্যত। ছোট ছোট বাচ্চাদের স্বপ্ন শেখ হাসিনা। তিনি শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবায়ন করেন।
তিনি বলেন, বাংলাদেশের ওপর আবার শত্রুদের নজর পড়েছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো৷ আওয়ামী লীগ করার জন্য না, এ দেশকে বাঁচানোর জন্য। আজকের স্লোগান বীর বাঙালি ঐক্য গড়ো বাংলাদেশ রক্ষা করো। আমাদের দোষ ত্রুটি আছে। আগামীকাল আমি নাও থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন। যেন আল্লাহকে সন্তুষ্ট করে মরতে পারি। কেউ রাজনীতি করে টাকার জন্য কেউ করে মানুষের সেবা করার জন্য। সকল কিছুকে সেবা করা আল্লাহ পছন্দ করেন। সবাইকেই যেতে হবে। মরার পর যেন কেউ খুশি না হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের এর সভাপতি আইয়ূব আলী, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার হাবিব ও কাশিপুর ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগণ।