শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছল রোহিতরা। এদিন ম্যাচের প্রথমে ব্যাটিংয়ে নেমে ২১৪ রান করে ভারত। পাল্টা জবাবে মাত্র ৯৯ রানেই ৬ উইকেট চলে যায় শ্রীলঙ্কার।
প্রথমটায় মনে হচ্ছিল লঙ্কার বিরুদ্ধে জয় সহজ হবে। তবে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও লড়াই করেছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ধনঞ্জয় ডিসিলভা ও দুনিট ওয়েল্লালাগে। কিন্তু শেষ পর্যন্ত জয় রইল ভারতের পক্ষে। ৪১ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেলেন রোহিত শর্মারা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে কার্যত নিয়মরক্ষার তাগিদেই।
অন্য দিকে বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হয়ে দাঁড়াল সেমিফাইনাল। সেদিন যে দল জিতবে তাঁদের সঙ্গে ভারত ফাইনালে মুখোমুখি হবে। যদি পাকিস্তান সেই ম্যাচ জেতে তা হলে রবিবার ফাইনালে আবার ভারত-পাকিস্তান মুখোমুখি।