বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী দীপক কুমার সাহার সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় চাষাঢ়ায় অবস্থিত শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় অসুস্থ্য দীপক কুমার সাহার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী।
এছাড়াও নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন, দেওভোগ লক্ষ্মিনারায়ণ মন্দির, বন্দরের সাবদি দিঘলদি রক্ষা কালী মন্দির, ঢাকেশ^রী মন্দিরসহ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন বিভিন্ন থানা ও উপজেলার মন্দির প্রাঙ্গণে দিপক সাহার সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, পূজা পরিষদ নেতা সুশীল দাস, হিমাদ্রি সাহা হিমু, শংকর দাস, অরুণ দেবনাথ, রাজ প্রাসাদ চক্রবর্তী, কৃষ্ণ আচার্য, তপন গোপ সাধু, অভিরাজ সেন সজল, সুজন বিশ্বাস, রিপন দাসসহ নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী দীপক কুমার সাহা গত সোমবার রাতে ব্রেইন ষ্ট্রোক করে ঢাকার নিউরোসাইন্স স্পেশালাইজড হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।