সংখ্যালঘু সুরক্ষা আইন,দেবোত্তর বোর্ড,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে নগরীতে মানব-বন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার(১৪ই সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নগরীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে। এসময় সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, সাংবাদিক উত্তম কুমার সাহা, লিটন পাল, নিমাই কুমার দাস, রঞ্জিত মন্ডল,বিস্নু সাহা, মনি সহ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন ৩ দফা দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করছি কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকার ক্ষমতায় আছে,অথচ আমাদের এখনও বাস্তবায়ন হয়নি। তাই সামনে জাতীয় নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবী জানাচ্ছি তিনি যেনো আমাদের যৌক্তিক দাবীগুলো মেনে নেন। কারন বর্তমান সরকার অসাম্প্রদায়ীক তারা সকল ধর্মের মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করছে। তাই নিজেদের নাগরিক অধীকার আদায়ে আজকে আমাদের এ কর্মসূচী পালন করছি। এবং সেই সাথে দূর্গা পূজার পূর্বেই লক্ষিনারায়ন কটন মিলস এলাকার মন্দিরে আমরা যেনো পূজা অর্চনা করতে পারি এবং যারা এই মন্দির ভাংচুর করেছে তাদের কে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর নিকট।