কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃহৎ অংশের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ই মার্চ) বিকেল সাড়ে ৩ টায় মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী নুরুউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে নগরীর মন্ডলপারা এলাকায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেনের সঞ্চালনায় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এমএইচ মামুন। এছাড়াও আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সরকার আলম, যুগ্ন আহবায়ক নারায়নগঞ্জ সদর থানা বিএনপি দিদার খন্দকার তিনি বলেন আমরা মাঠে নেমেছি খালেদা জিয়াকে মুক্ত করে ও নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচনের অধিকার আদায় করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। এদেশের আপোশহিন নেত্রীও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। আরো উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক পারভেজ মল্লিক, বন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সুলতান উদ্দিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আনিছুর রহমান মোল্লা, যুগ্ম-আহবায়ক ফারুক চৌধুরী, আল-মামুন, আমিনুল ইসলাম, পনির হোসেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।