নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ১৭ই মে জননেত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার ও আশরাফ উদ্দিন মামুন পাঠানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও র্যালীতে যোগদেন।
বুধবার (১৭ই মে) দুপুর ৩ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদলের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র্যালীটি শহরের বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, গোগনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরু শিকদার, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা রাজন, রোমান প্রমূখ।