নারায়ণগঞ্জ আপডেট: সপ্তাহব্যাপী নারায়ণগঞ্জে বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল প্রাঙ্গনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব মো.আবুল মনসুর। ১১ তারিখ থেকে শুরু হওয়া এ বই মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে ১৯০ জন লেখক ও কবিকে সম্মাণনা উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। মেলায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বিষয়ক, শিশু সাহিত্য বিষয়ক, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও ছোট গল্প সহ বিভিন্ন ধরণের বইয়ের সমারোহ নিয়ে ৩৬ টি স্টল সাজানো হয়েছে।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলে, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।