সাজু হোসেন:১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বাংলাদেশের রিজার্ভ চুরি হয়ে যায় অর্থ চুরি হয়ে যায়। কিভাবে চুরি হয় তারা ধরতে পারে না। অথচ রাজপথে যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে পুলিশ তাদের গ্রেফতার করে। আপনারা কাকে গ্রেফতার করছেন। আপনাদেরই ভাই, ভাতিজা, বোনকে গ্রেফতার করছেন। হামলা মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না।
রনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে দ্রব্যমূল্য এত বৃদ্ধি করেছে যে তা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট এই গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে তারা সরকার গঠন করে। তাদের বিরুদ্ধে আমরা রাজপথে এসে দাঁড়িয়েছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহ সভাপরি রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান প্রমূখ।