নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিক পরিচয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে মাদক কারবারিকে ছাড়িয়ে আনতে গিয়ে ইয়াবাসহ আটক হয়েছেন স্বামী-স্ত্রী।
বুধবার (১৪ জুন) দুপুরে ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আটকরা হলেন ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকার মো. ওকলে উদ্দিনের ছেলে জোহা মিয়া (৫০), তার স্ত্রী শামীমা খানম সনিয়া (৩১) ও একই থানার আলীগঞ্জ এলাকার তারা মিয়ার ছেলে মো. আরমান (৪০)।
ইয়াবা বহন ও সেবনের দায়ে শামীমা খানম সোনিয়া ও তার স্বামী জোহাকে ছয় মাসের কারাদণ্ড এবং গাঁজা সেবনের দায়ে আটক আরমানকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়ার আদালত।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সকালে আরমান নামের এক যুবককে গাঁজা সেবনের সরঞ্জামসহ আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে নিয়ে আয়নু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে গেলে ঘটনাস্থলে ছুটে আসেন শামীমা ও তার স্বামী জোহা মিয়া। এসময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে আটক আরমানকে ছাড়িয়ে নিতে চান এবং আয়নুকে গ্রেফতারে বাধা দেন।
একপর্যায়ে তারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর চড়াও হন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করেন। পরে শামীমার সঙ্গে থাকা ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করে ১০ পিস ও তার স্বামী জোহার মানিব্যাগ তল্লাশি করে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে তারা সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। আটকের পর তারা বিষয়টি স্বীকার করেন।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।