1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
সাদপন্থীদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি উলামা মাশায়েখদের - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

সাদপন্থীদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি উলামা মাশায়েখদের

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থি সন্ত্রাসী কতৃক তাবলীগের শুরায়ী নেজামের সাধারণ ঘুমন্ত সাথীদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের বিচার, অবিলম্বে এতায়াতী সন্ত্রাসীদের গ্রেফতার ও নিষিদ্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন শিবুমার্কেট নয়ামাটি মার্কাজ মসজিদে উলামা মাশায়েখ এবং তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উক্ত সম্মেলনে আমলাপাড়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদীর বলেন, গত ১৮ ডিসেম্বর সকাল ১১টায় সাদপন্থীদের ইজতেমায় অংশগ্রহন ও যাবতীয় দাবী-দাওয়া সহ সকল বিষয়ের সমাধানের লক্ষ্যে তাদের সাথে সরকারের পূর্ব নির্ধারিত বৈঠক ছিলো। এছাড়াও যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সাদপন্থীদের সাথে ঘটনা ঘটার রাতেই বৈঠক করেন এবং মুরুব্বিদের সাথে পরামর্শ করে তাদের দাবী পূরণের আশ্বাস প্রদান করেন ও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করার জন্য তাদের বলা হয়। ঐ দিন রাত দুইটায় বৈঠক চলাকালীন সাদপন্থী সন্ত্রাসীরা আচমকা হামলা চালায় এবং বিষয়টি সমন্বয়করা নিজেরাই মিডিয়াকে জানান। তিনি আরও বলেন, মূলত সাদপন্থীরা দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্ব ইজতেমাসহ সকল দাওয়াতী কার্যক্রম চিরতরে বন্ধ করা। 

এসময় তারা সংবাদ সম্মেলনে দাবি করেন গত ১৮-১২-২০২৪ইং ঘটে যাওয়া সাদপন্থী সন্ত্রাসবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ইতোমধ্যে আমাদের চারজন ভাই শাহাদাত বরণ করেছেন। অসংখ্য সাথী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে।তাদের অনেকের অবস্থা এখনো আশংকাজনক। তাই আমাদের দাবি হচ্ছে রাতের আঁধারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মুখলেস সাথীদের উপর অতর্কিত হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির ব্যবস্থা করতে হবে। নারায়ণগঞ্জ জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নারায়ণগঞ্জ শহর থেকে কালিবাজার, আড়াইহাজার ও রূপগঞ্জ মারকায নামে সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার আখড়া স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করতে হবে। নারায়ণগঞ্জ জেলা থেকে যেসব সন্ত্রাসী টঙ্গীর নৃশংস হত্যাকান্ডে অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে এবং যারা তাদের মদদ জুগিয়েছে তথা শাহীন ইবরাহীম, মনির টাওয়ারের মনির, আসাদ, আবু তাহের, ইঞ্জি. মিঠু, আবিদ, সোহেল, জালালুদ্দীন রাসেল, আক্তার, মোফাজ্জল, আজিজুল হক এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, সন্ত্রাসীদের গডফাদার ইঞ্জিনিয়ার ওয়াসিফ, তার ছেলে উসামা, মুআয বিন নূর, জিয়া বিন কাসেম, আব্দুল্লাহ মনসুর, রেজা আরিফসহ সকল সন্ত্রাসী গডফাদারকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির আওতায় আনতে হবে। এবং  কাকরাইল মসজিদে প্রবেশ ও তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৯:৪৬)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL