নারায়ণগঞ্জ আপডেট :
নারায়নগঞ্জ বন্দর উপজেলার সাবদী বাজারে শ্রী শ্রী রক্ষা কালী মন্দীরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৭ জুলাই বিকাল সাড়ে ৪টায় সাবদী বাজার শ্রী শ্রী রক্ষা কালী মন্দীর থেকে এ রথযাত্রা শুরু হয়।
প্রতি বছরের ন্যায় এবারও ভগবান দেবের রথযাত্রাটি সেবায়েত প্রতিক ঘোষালের নেতৃত্বে শ্রী শ্রী রক্ষা কালীমন্দীর হতে বের হয়ে ভগবান জগন্নাত দেবের রথযাত্রা মহোৎসব স্বারম্বওে পালিত হয়। এ সময় মন্দির হতে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ বলদেব,সুভদ্র মহারানীর রথটি খোলা কর্তাল বাদ্যযন্ত্র সহকাওে হরিনাম সংকির্তন করতে করতে দীঘলদি শ্রী শ্রী লোকনাথ কেন্দ্রীয় বক্ষ্রচারী বাবা মন্দিরে অবস্থান করে পূনরায় সাবদী বাজারস্থ শ্রী শ্রী রক্ষা কালী মন্দীরের এসে সমাপ্তি হয়। পরে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিক ঘোষাল পল,লিটন চন্দ্র ঘোষ,প্রতিম ঘোষাল,সজিব ঘোষাল জয়,বাপ্পিকর,দিমল দত্ত,সেন্টু দাস,বিপুল দাস ও অন্যান্য ভক্তবৃন্দ।