নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য হাজী জালালউদ্দিন আহমেদের ৩৭ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। নারায়ণগঞ্জের রাজনীতির অন্যতম দিকপাল হাজী জালাল উদ্দিন আহমেদ জালাল হাজী নামেই সুপরিচিত। প্রথম জীবনে মুসলিম লীগের রাজনীতিতে জড়িত থাকলেও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন তিনি।
তিনি ছিলেন বিএনপির নারায়ণগঞ্জ শহর কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদের নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৯৭৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘ দিন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ও ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, শহরের গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, কদমরসুলের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, সাথে নারায়ণগঞ্জ জিয়া হল ও বর্তমান ৩শ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতাল স্থাপনের একজন সংগঠন হিসেবে দায়িত্ব পালন করাসহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তাই আজও নারায়ণগঞ্জবাসী তাঁকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে।
হাজী জালালউদ্দিনের ছেলে অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে ৩ বার বিএনপি থেকে এমপি নির্বাচিত হন। তিনি মহানগর বিএনপির দুই দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন । হাজী জালালউদ্দীনের ছোট ছেলে মো:আবুল হাসান কোন রাজনীতির সাথে জড়িত না থাকলেও তিনি একজন সফল ব্যবসায়ী, আবুল কালামের ছেলে আবুল কাউসার আশাও বিএনপির রাজনীতিতে সক্রিয়। নারায়ণগঞ্জ কলেজের ভিপি ছিলেন। তিনি মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিলেন, বর্তমানে তিনি ২৩ নংওয়ার্ড কাউন্সিলর।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে। সকাল থেকে বাদ এশা পর্যন্ত কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়া সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৭ টায় বন্দর নবীগঞ্জ কবর স্থানে কোরআন খতম, বেলা ১১ টায় কবর জিয়ারত, বাদ যোহর মিলাদ ও দোয়া শেষে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থার পাশাপাশি বাদ আসর মিলাদ ও দোয়া, বাদ মাগরিব ও এশা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার পাশাপাশি দিন ব্যাপী কোরআন খতমের আয়োজন করা হয়েছে।