নারায়ণঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ড সানারপাড় এলাকা থেকে গত ১ মে বিকেলে স্থানীয় এলাকার জজ মিয়ার ছেলে সমির সুলতান (১৩) নামের মানসিক ভারসম্যহীন এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ সমির সুলতানের মামা আব্দুর রহমান (২৯) বাদী হয়ে গত ০১/০৫/২০২৩ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন।
সাধারন ডায়রীর বিবরনে আব্দুর রহমান জানান, কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার এলাহাবাদ এলাকার জজ মিয়ার ছেলে সমির সুলতান (১৩) বর্তমানে সিদ্ধিরগঞ্জ ধানাধীন সানারপাড় এলাকায় বসবাস করে আসছে। গত ১ মে সোমবার বিকেলে আমার ভাগিনা সমির সুলতান সানারপাড় বাসষ্ট্যান্ড এর সামনে থেকে হারিয়ে যায়। সকল নিকট আতœীয়-স্বজনদের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারেন ডায়রী দায়ের করি। যাহার নং-৬১, তারখি ০১/০৫/২০২৩ইং।
তিনি আরও জানান, মানসিক ভারসম্যহীন সমির সুলতানের পিতা জজ মিয়া এবং মাতা নাজনিন আক্তার সিমা ছেলেকে খুঁজে না পেয়ে পাগল প্রায়। নিখোঁজের সময় সে পড়নে ছিল একটি হাফ হাতা টি-শার্ট ও হাফ প্যান্ট। জন্ম থেকেই সমির সুলতান মানসিক ভারসম্যহীন। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি সমির সুলতান তার কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে সিদ্ধিরগঞ্জ থানায় কিংবা আব্দুর রহমান ০১৮২৯৬৮৭০৭৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।