নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযানে আইন শৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতির সময় ভূয়া গয়েন্দা পুলিশ’র (ডিবি) ৬ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (২৫ আগষ্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষটি নিশ্চিত করে অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপর চাই লাউ মারামা।
এ বিষয়য়ে তিনি বলেন, বৃহস্পতিবার ২৪ আগষ্ট দিবাগত রাত ১১টার দিকে সোনারগাঁ থানার পাকুন্দাব্রীজের উপর থেকে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উক্ত অভিযানে ভিকটিম উদ্ধার সহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার কুন্দিহার বানারী পাড়া থানার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে মোঃ শামিম হোসেন (৩৫), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম (২৬), জামারপুর জেলার মাদারগঞ্জ থানার নহরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (৩৩), বরিশাল জেলার উজিরপুর থানার (বাংলাদেশ সেনাবাহিনীর বহিস্কৃত সার্জেন্ট) মৃত আলী আহাম্মেদ এর ছেলে মোঃ মিলন (৪৬), কুমিল্লা জেরার মুরাদপুর থানার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন (৩০), ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানার ফুল মিয়ার ছেলে নয়ন (২৬)।
তিনি আরো বলেন, সোনারগাঁ থানা পুলিশের একটি টিম রাত্রীকালীন চেকপোস্টে ডিউটিরত ছিল। ডাকাত দল গাড়ি সহ পাকুন্দা ব্রীজের উপর পৌছালে পুলিশ দেখে ভিকটিমের হাত ও চোখের বাধন খুলে দেয় এবং তাকে চুপ থাকতে বলে। ভিকটিম তখন পুলিশ দেখে ডাক চিৎকার করলে চিৎকার শুনে দ্রুত চেকপোস্ট হতে ডিউটিরত পুলিশ এসে গাড়ি সহ আসামীদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে সাদা রংয়ের একটি টয়োটা হাইস গাড়ি, লুণ্ঠিত নগদ ৯০ হাজার রগদ টাকা, কালো রংয়ের একটি প্লাস্টিকের বাট যুক্ত সিলভারের একটি খেলনা পিপ্তল, ১টি ওয়াকিটকি (ওয়ারলেস সেট), একটি কালো রংয়ের লেজার লাইট, কাঠের বাট যুক্ত মরিচা পরা একটি চাইনিছ কুড়াল, একটি বাশের লাঠি, তিনটি চেক গামছা, একজোরা হাতকড়া, যাতে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম খোদাই করে লেখা আছে উদ্ধার করা হয়। প্রাধমিক ভাবে আমরা ধারনা করছি গ্রেফতারকৃত আসামীরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। উক্ত ডাকাতির এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি নিয়মিত ডাকাতি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, সোনারগা থানার অফিসার ইসচার্জ মাহবুব সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।