নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানকে বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সিআইপি নির্বাচিত করা হয়। সিআইপি হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গির আলম।
এসময় প্যানেল চেয়ারম্যান-১ ও ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গির আলম জানান, নারায়ণগঞ্জ উন্নয়নের রূপকার, দানবীর, শিক্ষানুরাগী ও সমাজ সংষ্কারক সংসদ সদস্য সেলিম ওসমান বাংলাদেশের ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তারই পেক্ষাপটে বাংলাদেশ সরকার তার অবদানের কথা ভেবে ১১ বারের মতো সিআইপি নির্বাচিত করে বিরল সম্মানে ভূষিত করেছেন। এজন্য আমি আমাদের প্রানপ্রিয় সাংসদ সেলিম ওসমানের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।