নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাংসদ সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে বিশাল শোডাউন করেছে গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন সুকুম ও সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে সদর থানাধীন সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সেলিম ওসমানের ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বিশাল মিছিল নিয়ে যোগদান করে তারা। মিছিলে বাদ্যযন্ত্র ছাড়াও সেলিম ওসমানের বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড শোভাপায়। মিছিলটি ২নং ওয়ার্ড থেকে বের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এসময় মিছিলে থানা সহস্রাধীন নেতাকর্মীরা সেলিম ওসমানের লাঙ্গলের পক্ষে স্লোগান দেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ। পরে মিছিলটি সেলিম ওসমানের উঠান বৈঠকে যোগদান করে।
মিছিলে গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।