আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান নির্বাচনী উঠান বৈঠকে গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নুর হোসেন সওদাগর, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সভাপতি কাসেশ সম্রাট ও সাধারণ সম্পাদক রানা আহমেদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে চর সৈয়দপুর এলাকায় থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উঠান বৈঠকে যোগদেন। এসময় লাঙ্গল মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।
এসময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসলাম সরকার, সাধারণ সম্পাদক কালাইচান সরকার, রমিজ উদ্দিন মাদবর, ফয়সাল মাদবর ও সোহেল প্রমূখ।