নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের অস্ত্রোপচারের সফলতা কামনা ও তার পরিবারের সকলের সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার মুকবুল হোসেনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার ( ২ আগষ্ট) বাদ জোহর সেলসারদী কেন্দ্রীয় বড় জামে মসজিদ সহ ওয়ার্ডের বিভিন্ন মসজিদে সেলিম ওসমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।
দোয়ায় এমপি সেলিম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সেলসারদী কেন্দ্রীয় বড় জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা জালাল উদ্দিন।
উল্লেখ্য, আগামী ৫ আগষ্ট ২০২৩ রোজ শনিবার ব্যাংককের একটি বেসরকারি হাসপাতালে সাংসদ একেএম সেলিম ওসমানের প্রথম অস্ত্রোপচার করা হবে। প্রথম অস্ত্রোপচার সাফল্যের সাথে শেষ করতে পারলে আগামী ১০ আগষ্ট বৃহঃস্পতিবার দ্বিতীয় অস্ত্রোপচার হওয়ার কথা আছে।