উৎসব মুখোর পরিবেশে সোনার বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারী) শহরের বঙ্গবন্ধু সড়কের সোনার বাংলা মার্কেটে সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত চলে এ নির্বাচনের ভোট গ্রহণ।
এবারের এ নির্বাচনে হারুন-বুলেট-রবিন পরিষদের পূর্ণ প্যানেল জয়লাভ করে।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, মো: হারুন অর রশিদ, সভাপতি (ভোট-৮০), আব্দুল আলিম বুলেট, সহ সভাপতি (ভোট-৮১), সাঈদ আহমেদ রবিন, সাধারণ সম্পাদক (ভোট-৮৫), শংকর কুমার রায়, সদস্য (ভোট-৭৫), মো: সহিদ হোসেন শেখ, সদস্য (ভোট-৭৯), মো: ছানাউল্লাহ্, সদস্য (ভোট-৬২), মো: নাজিম হোসেন, সদস্য (ভোট-৭১), একেএম জসীম উদ্দিন, সদস্য (ভোট-৭৬), মো: আকবর খাঁন, সদস্য (ভোট-৭০), খন্দকার আবুল হোসেন, সদস্য (ভোট-৬৮), মো: সফিকুল ইসলাম, সদস্য (ভোট-৮৯) ও মো: শাহীনুর রহমান, সদস্য (ভোট-৭৩)।
প্রসঙ্গত, প্রতি তিন বছর পর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে ২রা জানুয়ারী এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। তবে এবারে দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে সোনার বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তারিখ পিছিয়ে ১২ জানুয়ারী ধার্য করা হয়।