নারায়ণগঞ্জ আপডেট:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে দুই নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাবেক সহ সভাপতি আব্দুল কাদির, সাবেক সহ-সভাপতি খবিরউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম প্রমুখ।