1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
হকাররা বেজায় খুশি, নারায়ণগঞ্জ শহরে চাষাঢ়া এলাকায় চালু হলো হলিডে মার্কেট - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হকাররা বেজায় খুশি, নারায়ণগঞ্জ শহরে চাষাঢ়া এলাকায় চালু হলো হলিডে মার্কেট

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৮১ Time View

হকার ও সাধারণ মানুষের বেচা-কেনার সুবিধার্তে নারায়ণগঞ্জ শহরে চাষাঢ়া এলাকায় চালু হয়েছে হলিডে মার্কেট। এখন থেকে সপ্তাহের দুইদিন শুক্র ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত চাষাঢ়া খাজা মার্কেটের সামনে থেকে শুরু করে মিশনপাড়া, ডনচেম্বার ও মেট্রো হল সড়কের একপাশে এই মার্কেটের কার্যক্রম চলমান থাকবে।

সরেজমিনের গিয়ে দেখা যায়, শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকেই চাষাঢ়া খাজা মার্কেটের সামনে থেকে মিশনপাড়া পর্যন্ত মূল সড়কজুড়েই হকাররা তাদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। সেইসঙ্গে বিভিন্ন পণ্যের দাম হাঁকিয়ে বেচা-কেনা করছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত মার্কেট তেমন জমে ওঠেনি। প্রথমদিন হিসেবে হয়তো এমনটা হয়েছে বলে ধারণা ব্যবসায়ীদের।তবে এই মার্কেট চালু হওয়ায় হকাররা বেজায় খুশি। তারা আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেশ ভালো ব্যবসা করতে পারবেন বলে মনে করছেন।রাসেল নামে এক হকার বলেন, অনেকদিন ধরেই সড়কের ফুটপাতে বসতে পারছিলাম না। আজ হলিডে মার্কেট উপলক্ষে মূল সড়কে বসার সুযোগ পেয়ে আশা করি এতদিনের ক্ষতি পুষিয়ে আনতে পারবো। আমরা আমাদের জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞ।

একইভাবে শহীদুল নামে এক হকার বলেন, আমাদের জনপ্রতিনিধিরা আমাদের কথা চিন্তা করে হলিডে মার্কেট চালু করেছেন। এতে করে আমাদের সকলেরই উপকার হবে। আমরাও বেচা-কেনা করতে পারবো। আমাদের সঙ্গে সাধারণ মানুষও তাদের সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করতে পারবেএ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু গণমাধ্যমকে বলেন, গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গোল টেবিল বৈঠক হয়। যার মূল বিষয় ছিল হকার ও যানজট সমস্যা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসবে না। সেইসঙ্গে হকাররাও বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসেনি।তিনি আরও বলেন, এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান হকারদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেন সলিমুল্লাহ সড়কের একপাশ শুক্রবার এবং শনিবার হলিডে মার্কেট হিসেবে ব্যবহার করা হবে। অন্যান্য দিন এই সড়কের ফুটপাতে হকাররা বসবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে হলিডে মার্কেট চালু হয়েছে। এতে করে হকাররাও খুশি এবং নগরবাসীরও ভোগান্তি কমবে।

সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে এই সড়কটির একপাশ হলিডে মার্কেট হিসেবে ব্যবহার করা হবে। এখানে থাকবে না কোনো চাঁদাবাজি। হকারদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ছাড়াও রয়েছে সিটি করপোরেশনের ভলেন্টিয়ার।তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের পৃষ্ঠপোষকতায় পুলিশ প্রশাসন কাজ করছে। দীর্ঘ ১০ বছরের একটি ঝামেলা শেষ হওয়ার পথে রয়েছে। আমরা সকলের সহযোগিতা কামনা করি যেন এই সমস্যার সমাধান হয়।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ১২:০১)
  • ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL