হযরত মিন্নত আলী শাহ চিশতী (রঃ) এর দুই দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) হযরত মিন্নত আলী শাহ চিশতী (রঃ) মাজার প্রাঙ্গণে ২য় দিনে বাদ ফজর থেকে সারাদিন ব্যাপী কোরানখানি। বাদ এশা ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক আলোচক আলহাজ্ব হযরতুল আল্লামা মুফতি এহসানুল হক মোজাদ্দেদী।
মাজার শরীফ ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. সহিদুল্লাহর সভাপতিত্বে ওয়াজ করেন, দেওভোগ বাইতুশ শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মো.আইয়ূব আলী, দেওভোগ বড় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মহিউদ্দিন হামিদী আল কাদরি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি মো. ইকরাম হোসেন খান, মিন্নত আলী শাহ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মো. আনিছুর রহমান আল কাদরী ও হাবিবীয়া জামে মসজিদ কমপ্লেক্সের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আবদুল মোস্তফা রাহিম আল আজ্বহারী।
এসময় উপস্থিত ছিলেন, মাজার শরীফ ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. সহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনোয়ার হোসেন মনা ও মাসুদুর রহমান খসরু, মো. সায়েদুল ইসলাম শাকিল, মো. আলী রেজা রিপন, মো. শফিকুল ইসলাম লিটন, মো. আজিজুর রহমান বাদল, আহসানউল্লাহ, গোলাম মোস্তফা চঞ্চল সহ কমিটির নেতৃবৃন্দ।
দেশবাসী ও পৌর চেয়ারম্যান আলী আহমদ চুনকা এবং কবর বাসীদের জন্য বিশেষ মোনাজাত করেন মিন্নত আলী শাহ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মো. আনিছুর রহমান আল কাদরী।