1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
হাসপাতালের গন্ডি পেরুতেই পারলো না বিক্ষোভ মিছিল, পুলিশ দেখেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জ  মহানগর গোগনগর ইউনিয়ন  যুবদল  সাদপন্থীদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি উলামা মাশায়েখদের বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

হাসপাতালের গন্ডি পেরুতেই পারলো না বিক্ষোভ মিছিল, পুলিশ দেখেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৮৮ Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে আজাদপন্থি নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মঙ্গলবার (০৯ মে) শহরের খানপুর ৩শ শয্যা হাসপাতালের সামনে একটি চিপা গলির মাথায় ওই বিক্ষোভের আয়োজন করলেও খুব অল্প সংখ্যক নেতাকর্মীদের দেখা মিলে এ বিক্ষোভ কর্মসূচিতে।
মহানগর যুবদলের সভাপতি মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতাকর্মীরা হাসতে হাসতে কারাবরণ করছে। এ সমাবেশে যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত আছেন, তাদের সকলের বিরুদ্ধেই ৩০-৪০টি মামলা রয়েছে। এসব মামলা কোন বিষয়ই নয়। তবে পুলিশের এ মামলা হামলাকে তারা (যুবদল) ভয় পায়না। বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানুষিকভাবে প্রস্তুত আছে যে কোন সময়, যে কোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য।
তবে বক্তব্য শেষ হওয়ার পর পরই পাল্টে গেলো তাদের বিক্ষোভের চিত্র। তখন তাদের জ¦ালাময়ী বক্তব্যের কোন বাস্তবতাই খোঁজে পেলো না বিক্ষোভে অংশগ্রহণ করা নেতাকর্মীরা। বক্তব্যে অনেক বড় বড় কথা বললেও বাস্তবে অনেকটা লেজ নামিয়েই কর্মসূচির সমাপ্তি টেনেছেন তারা।
বক্তব্য শেষে আজাদপন্থি মহানগর যুবদলের নেতারা একটি বিক্ষোভ মিছিল করলেও মিছিলটি হাসাপাতালের গন্ডি পেরুতেই পারলো না। চিপা গলি থেকে মিছিলটি বের করে মেইন রোডের কাছাকাছি আসার পর পুলিশ দেখেই মিছিলের সমাপ্তি টানে মহানগর যুবদলের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সজল। অথচ পুলিশ তাদের মিছিলে কোন প্রকারই বাধা দেয়নি। টহলরত পুলিশ সদস্যরা বটতলার সামনেই অবস্থান করছিলেন। মিছিল থেকে পুলিশের দিকে মহানগর যুবদলের সভাপতি মমতাজ উদ্দিন মন্তু ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সজলের চোঁখ যাওয়ার সাথে সাথে কর্মসূচির সমাপ্তি টেনে ব্যানার গুটিয়ে ফেলেন তারা।
এদিকে মহানগর যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদকের এমন ভীতুর পরিচয় দেওয়ায় সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন মহানগর যুবদলের অনেক নেতারা। অনেক যুবদলের নেতাকর্মীকে ‘এটা কোন কথা হলো, নিজেদেরই লজ্জা করছে’ মন্তব্য করতে দেখা গেছে। তাদের সাথে কথা বলতে চাইলে অনেকেই এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে অনেক নেতাই আবার নিজেদের ক্ষোভ ধরে রাখতে পারেন নি। তারা বলেন, মুখে আমাদের নেতাদের অনেক ফোটানি আছে, কিন্তু বাস্তবে তারা ভীতুর ডিম। পুলিশ দেখেই যদি তারা কর্মসূচি শেষ করে দেন, তাহলে ভবিষ্যতে তাদের কি হবে? আসলে তারা দলকে ডুবাচ্ছে। এগুলোরে বাদ দিতে হবে। নয়তো, দল কখনোই আলোর মুখ দেখবে না।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ৮:০৬)
  • ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL