1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
হােসিয়ারী সমিতি নির্বাচনে বদুর প্যানেল বিজয়ী - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ইয়ার্ন মার্চেন্ট এর অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি এম সোলায়মান আমরা মেধা ও যোগ্যতা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই – ডিসি জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জে টেন্ডারে আগেই বিএনপি নেতারদখলে পশুর হাট নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিসে শুরু হলো ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা ইয়ার্ন মার্চেন্ট এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেনোচাঁদাবাজি না হয়: আশা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই তাড়াহুড়ো করতে গিয়ে যেন পরিবারে দুঃখের ছায়া নেমে না আসে – ডিসি জাহিদুল ইসলাম

হােসিয়ারী সমিতি নির্বাচনে বদুর প্যানেল বিজয়ী

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৬ Time View

দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহনের মাধ্যমে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে বিজয় অর্জন করেছেন জেনারেল গ্রুপের বদিউজ্জামান বদুসহ ১২ জন ও এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরুসহ ৬ জন। 

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট কার্যক্রম পরিচালনা হয়। পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে ভোট গননা শেষে রাত ৩ টায় ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়।

এ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। স্বতঃস্ফূর্ত ভাবেই ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারদের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ১১৩ টি। ভোটার উপস্থিতি ছিলো ৯৬.০৩ শতাংশ। ভোট গননা শেষে ভোট বাতিল হয়েছে জেনারেল গ্রুপের ভোট নষ্ট হয়েছে ২১টি ও এসোসিয়েট গ্রুপের ২৩টি।

প্রাথমিক ফলাফল ঘোষণায় জেনারেল গ্রুপে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন- বদিউজ্জামান বদু তিনি ভোট পেয়েছেন ৮৯৩। যার মাধ্যমে তিনি নির্বাচিত প্যানেল প্রধান হিসেবে আখ্যায়িত পেয়েছেন। এছাড়া আব্দুল হাই (জেনারেল) ভোট পেয়েছেন ৮২৭, মিজানুর রহমান (জেনারেল) ভোট পেয়েছেন ৮০৫, পাড়ভেজ মল্লিক (জেনারেল) ভোট পেয়েছেন ৭৮৭,আব্দুস সবুর খান সেন্টু (জেনারেল) ৭৮৩ ভোট পেয়েছন, হাজী মো.শাহিন হোসেন (জেনারেল) ৭৫১ ভোট পেয়েছেন , আতাউর রহমান (জেনারেল) ভোট পেয়েছেন ৭২৭, আলহাজ্ব মনির হোসেন (জেনারেল) ৭২০, দুলাল মল্লিক (জেনারেল) ভোট পয়েছেন ৬৯০ ফতেহ মোহাম্মদ রেজা রিপন (জেনারেল) ভোট পেয়েছেন ৬৭০, মাসুদুর রহমান (জেনারেল) ভোট পেয়েছেন ৬০৫, বৈদ্দনাথ পোদ্দার (জেনারেল) ভোট পেয়েছেন ৫৭২। 

এসোসিয়েট গ্রুপের প্রাথমিক ফলাফল ঘোষণা হয়। এতে নির্বাচিত হয়েছে ৬ জন। তারা হলেন- সাইফুল ইসলাম হিরু (এসোসিয়েট) ভোট পেয়েছেন ৮৬২, সাইদ আহম্মেদ স্বপন (এসোসিয়েট) ভোট পেয়েছেন ৭১৯, নাছির শেখ (এসোসিয়েট) ভোট পয়েছেন ৭০২, আব্দুল সোবহান তালুকদার (এসোসিয়েট) ভোট পয়েছেন ৫৭৫, বিল্লাল হোসেন (এসোসিয়েট) ৪৯৮, নাছির আহম্মেদ (এসোসিয়েট) ভোট পেয়েছে ৪৯৫। 

জেনারেল গ্রুপের বদু বলেন, ‘বিগত ১৫-১৬ বছর যাবত নির্বাচন গুলো একটা পরিবারের দখলে ছিল। এখন সে দখল মুক্ত হয় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমার মনে হয় না বিগত বছরগুলোতে এমন উৎসব মুখর নির্বাচন কেউ দেখেনি। নেতৃত্ব মহান আল্লাহর দান যেহেতু হোসিয়ারী সেবা করার জন্য আমি একটা সুযোগ পেয়েছি সেই সুবাধে আগামীতে হোসিয়ারী সমিতিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেই লক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।  

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ৪:৪০)
  • ২৭শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL