নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপির গণমিছিলে যোগদান করেছে বন্দর থানা বিএনপি।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির গণমিছিল কর্মসূচির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বন্দর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম হিরণ ও যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন শিশিরের নেতৃত্বে বিশাল শো ডাউন নিয়ে যোগদান করে বন্দর থানা বিএনপি।
মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো: হুমায়ূন কবির, মো: মামুন, মো: মোশারফ, সাকিব, শাহজাহান ও মনিরসহ শতাধিক নেতাকর্মী।
শহর প্রদক্ষিণ শেষে মিছিটি সভাস্থলে আসলে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে মিছিলটি সকলের নজরে আসে।