গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে কাশীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
কাশীপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ পদ যাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে হাটখোলা জুনিয়র হাই স্কুল মাঠে এসে শেষ হয়।
পদযাত্রা শেষে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী মো: ওমর আলী বলেন, হাসিনা সরকার বলেছে পদ্ম সেতু নাকি আমাদের দেশের টাকায় করা হয়েছে কিন্তু আপনারা জানেন বিভিন্ন খাত থেকে লোন নিয়ে সেই লোনের টাকায় পদ্ম সেতু করেছে। প্রথম ধাপের লোন পরিশোধ করেছে কিন্তু চায়নার সুদও দিতে হবে। ঋন করে দেশকে বেচে দিয়েছে এ সরকার। এতো হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এ টাকা কোথায় পায় তারা। এদেশে কোন কিছুর দাম এখন আর হাতের নাগালে নাই। বাসায় বাসায় গ্যাস নাই কিন্তু লাফিয়ে লাফিয়ে গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম একমাসে দু”বার বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল, ডালের দাম এখন গরিবের নাগালের বাইরে। আজকে বসুন্ধরা গ্রুপ চালের ব্যবসা করছে, তারা কি মুদিওলা? সব কিছু সরকারের নিয়ন্ত্রণে আছে। দিন দিন যাচ্ছে মানুষ আরো গরিবের দিকে যাচ্ছে। সারা বাংলাদেশে যে গার্মেন্টস ব্যবস্থা, এ গার্মেন্টস সরকার দেয় নাই। জিয়াউর রহমান এ ব্যবস্থা চালু করে ছিল। প্রবাসে আমাদের ছেলে মেয়েরা কাজ করছে, তাও জিয়াউর রহমানেরই অবদান। আগামীতে কাশীপুর ইউনিয়ন বিএনপির ডাকে আন্দোলন সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত থাকবেন ।
এসময় পদযাত্রা উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামল বেপারী, সালাউদ্দিন, মেজবাহ উদ্দিন দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মক্তু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খোকন, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:মাহবুব, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফি দেওয়ান, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মমতাজউদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা আমিরুল ইসলাম, আবু দেওয়ান, গিয়াসউদ্দিন, মো মুসলিম ও জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক সোয়েব আক্তার সোহাগ সহ আরো অনেকে।