দেওভোগ পাক্কারোড এলাকায় মেনে মনা সরদারের বাসভবনের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গত ২০ রোজা থেকে এ ঈদ উপহার প্যাকেটিং এর কাজ শুরু হয়। ঈদ উপহারের প্রতি প্যাকেটে ছিলো পোলার চাল, সেমাই, চিনি, তেল ও লবন।
ঈদ উপহার বিতরণের বিষয়ে মনা সরদার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ডাচ বাংলা ব্যাংক অসহায়দের পাশে দাড়িয়েছে। অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারতিন তিন দিন যাবত বিতরণ করে আসছি