হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিসান হায়দার উজ্জলের উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ই আগস্ট) সকালে কাশীপুরের মুন্সীবাড়ী এলাকায় নিজ কার্যালয়ের সামনে উপস্থিত থেকে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
সংক্ষিপ্ত এক বক্তব্যে জিসান হায়দার উজ্জল বলেন, বাংলাদেশের ওপর আবার শত্রুদের নজর পড়েছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো৷ আওয়ামী লীগ করার জন্য না, এ দেশকে বাঁচানোর জন্য। আজকের স্লোগান বীর বাঙালি ঐক্য গড়ো বাংলাদেশ রক্ষা করো। আমাদের দোষ ত্রুটি আছে। আগামীকাল আমি নাও থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন। যেন আল্লাহকে সন্তুষ্ট করে মরতে পারি। কেউ রাজনীতি করে টাকার জন্য কেউ করে মানুষের সেবা করার জন্য। সকল কিছুকে সেবা করা আল্লাহ পছন্দ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর হোসেন অপু, সোহেল রানা, ওমর আলী, মতিউর রহমান, সোহাগ, বাপ্পী, হাবিবুর রহমান, রিপন মোল্লা সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।