শুক্রবার বিকেলে গভমেন্ট গার্লস স্কুলের সামনে থেকে মহানগর আমির মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।
শহরের চাষাড়া প্রদক্ষিণ করে মেট্রো হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।
সমাবেশ শেষে মহানগরীর আমির আবদু জব্বার তার বক্তব্যে বলেন আগামী ১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর এক লক্ষ কর্মী বাহিনী নিয়ে উপস্থিত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীরা জনগণের আস্থা ও ভালোবাসায় বিজয়ী হবে ইনশাল্লাহ। তিনি বলেন জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে পারে না তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি তা, আর কোন নতুন ফ্যাসিবাদের কাছে ছেড়ে দিতে পারিনা।
আর কোন চাঁদাবাজ, আর কোন দখলবাজ , আর কোন সন্ত্রাস নতুন করে এই নারায়ণগঞ্জে অবস্থান তৈরি করতে পারবে না।
জনগণের আন্দোলনে খুদা দারিদ্র্যমুক্ত মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর নারায়ণগঞ্জ আমরা উপহার দিব।ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ পূর্ব থানা আমির হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, জনাব সাঈদ তালুকদার জনাব ফরিদ উদ্দিন আহমেদ, হাফেজ আব্দুল মোমিন, এছাড়া থানা আমির মাহবুবুর রহমান, মুজিবুর রহমান সহ থানা সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অংশগ্রহ করে।