এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ঢাকার হজরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ। এরইমধ্যে ৪৪ দশমিক ১৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে ৯১ শতাংশ কাজ শেষ হবে। ২০২৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনাল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। হজরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন শেষে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সাংবাদিকদের এসব তথ্য জানান। বিমান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান বড় প্রকল্পের মধ্যে তৃতীয় টার্মিনাল একটি। এখন পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৪৪ দশমিক ১৫ শতাংশ। যা কিনা আমাদের প্রত্যাশার চেয়ে ২ শতাংশ বেশি। দ্রুত কাজটা শেষ হবে। এতে যাত্রীদের সুবিধা অনেক বাড়বে। ২০২৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, আকাশ পরিবহনে বাংলাদেশের ভাবমূর্তি যাতে উন্নত হয়। কারণ বিমানবন্দর হচ্ছে একটা দেশের প্রধান গেটওয়ে বা ড্রয়িং রুম। দেশের অ্যাভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব হচ্ছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আমাদের যশোর ও সৈয়দপুর এয়ারপোর্ট অত্যন্ত দৃষ্টিনন্দন। বরিশাল ও রাজশাহীসহ দেশের অন্য বিমানবন্দরগুলোরও কাজ চলছে। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, যাত্রীসেবাসহ অন্য বিষয়েও আন্তর্জাতিক মানের যে কোনো বিমানবন্দর থেকে আমাদের বিমানবন্দর কোনো অংশে কম হবে না।