২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
সোমবার (২১ই আগষ্ট সকাল সাড়ে ১১ টায় নগরীর ২নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে
এ কর্মসূচী পালন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগে। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, আবু হাসনাত শহীদ মোঃ বাদল সভাপতির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশকে উন্নতির শিখড়ে নিয়ে যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর, সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, এ্যাড, জসিম উদ্দিন, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ তাইজুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা মাসুৃম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা, শ্রমিক নেতা মুজিবুর রহমান সহ প্রমুখ।