1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
৫ রেকর্ড ভাঙল ‘পুষ্পা ২’ - নারায়ণগঞ্জ আপডেট
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করলেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল বন্দর ইউএনওকে বৃক্ষ উপহারসহ শুভেচ্ছায় লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্ট বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো আইডিয়া আছে : ড. ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ নেতানিয়াহু-ট্রাম্প বৈঠকে শুল্ক, ইরান ও গাজা নিয়ে আলোচনার সম্ভাবনা দুই ভাইয়ের মাদক ব্যবসায় ধ্বংসের পথে যুবসমাজ, অভিযান জরুরি যুক্তরাষ্ট্রজুড়ে ১,২০০টি জায়গায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

৫ রেকর্ড ভাঙল ‘পুষ্পা ২’

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

সিনেমার সংলাপের মতো সত্যি ‘পুষ্পা ২’ এখন আগুনের গোলা। এই আগুনের উত্তাপে ছারখার হয়ে যাচ্ছে একের পর এক ব্লকবাস্টার ছবি। বক্স অফিসের দৌড়ে ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর মতো ছবিকে পেছনে ফেলে দিয়েছে ‘পুষ্পা ২’। এমনকি হিন্দি বলয়তে দারুণ সফলতা পেয়েছে এই ছবি। এর মধ্যেই ভেঙেছে বেশ কয়েকটি রেকর্ড। এর মধ্যে জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য পাঁচটি রেকর্ডের কথা।

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে চলতি বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত এই ছবিকে ঘিরে সবার আকাশছোঁয়া প্রত্যাশা ছিল।

এই সিকুয়েলটি সবার প্রত্যাশার চেয়ে ভালো করছে। সুকুমার পরিচালিত এই থ্রিলার অ্যাকশনধর্মী ছবিটি অগ্রিম বুকিং থেকেই দারুণ ব্যবসার ইঙ্গিত দিয়ে রেখেছিল। অগ্রিম বুকিং থেকে ছবিটি আয় করেছিল ১০৫ কোটি রুপি। শুধু চলতি বছরের নয়, এখন পর্যন্ত সবচেয়ে বড় ভারতীয় ওপেনার ছবি হিসেবে ‘পুষ্পা ২’-এর নাম শীর্ষে উঠে এসেছে।

ছবিটি মুক্তির প্রথম দিনেই যে আয় করেছে, তার জন্য বক্স অফিস সারা বছর অপেক্ষা করে থাকে। প্রথম দিনের আয়ের হিসেবে ‘পুষ্পা ২’ সব ব্লকবাস্টার ভারতীয় ছবিকে পেছনে ফেলে দিয়েছে। মুক্তির প্রথম দিন ছবিটি সব ভাষা মিলিয়ে ১৬৫ কোটি রুপি আয় করেছে।

গত বুধবার তেলেগু সংস্করণের কিছু ‘পেড’ প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। এই প্রিমিয়ার শোগুলো থেকে ‘পুষ্পা ২’ ১০ দশমিক ১ কোটি রুপি ব্যবসা করেছে। এভাবে ‘পুষ্পা ২’ ১৭৫ কোটি রুপি নেট আয় করেছে। এই ছবির তেলেগু সংস্করণ ৯৫ দশমিক ১ কোটি, হিন্দি সংস্করণ ৬৭ কোটি, তামিল সংস্করণ ৭ কোটি, মালয়ালম সংস্করণ ৫ কোটি এবং কন্নড় ভাষায় ১ কোটি রুপি আয় করেছে।
পুষ্পা ২’ বৈশ্বিক বক্স অফিস থেকে ২৯৪ কোটি রুপি আয় করেছে। এই ছবি এস এস রাজামৌলির ‘আরআরআর’-কে (২২৩ কোটি রুপি আয় করেছিল) পেছনে ফেলে দিয়েছে। ভারতীয় বক্স অফিসেও ‘পুষ্পা ২’ টেক্কা দিয়েছে রাজামৌলির ছবিকে।

হিন্দি ভাষায় সবচেয়ে বড় ওপেনার ছবি হিসেবে ‘পুষ্পা ২’-এর নাম এখন শীর্ষে। মুক্তির প্রথম দিন ৬৫ কোটি ৫ লাখ রুপি আয় করে এই দৌড়ে এত দিন এগিয়ে ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি। ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণের আয় ৬৭ কোটি রুপি। খান সাম্রাজ্যে এবার থাবা বসিয়েছেন ‘পুষ্পা’রূপী আল্লু অর্জুন। শুধু তা-ই নয়, এই প্রথম কোনো দক্ষিণি ছবি হিন্দি বলয়ে এতটা সাফল্য পেল।

আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও রাশমিকা মান্দানার ক্যারিয়ারের এটিই প্রথম সিনেমা, যা প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করল। নিশ্চিতভাবেই তাঁরা ক্যারিয়ারের শেষ পর্যন্ত ‘পুষ্পা ২’-এর কথা মনে রাখবেন। শুধু কি তারাই, একই কথা তো নির্মাতা সুকুমারের জন্যও প্রযোজ্য। তাঁরও এটা প্রথম ছবি, যা ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক প্রথম দিনেই পার করল।

জানা গেছে, মুক্তির তিন দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ৬০০ কোটি রুপি আয় করেছে ‘পুষ্পা ২’। সামনে ছবিটি আরও কত রেকর্ড ভাঙবে কে জানে!

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৫:২৬)
  • ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL