ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। এসময় অয়ন ওসমানের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে নগরীর ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধাঞ্জলী জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি সভাপতি মেহেদি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান, হুসেইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।