সাজু হোসেন: নতুন বছরের প্রথম দিনেই জেলায় জেলায় শুরু হয়েছে নতুন বই বিতরণ উৎসব। আজ সকাল থেকেই বিভিন্ন জেলা, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়। এর আগে গতকাল আনুষ্ঠানিকভাবে ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে নিজ কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি এই কার্যক্রম শুরু করেন।
রোববার সকাল থেকে জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে নতুন বই বিতরণ। সকালে ৮নং গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষা দিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বই বিতরণ অনুষ্ঠিত হল আজ। প্রধানমন্ত্রী প্রতিবছরের ন্যায় এবার শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই পৌছে দিয়েন। আমরা বাংলাদেশ বিনির্মানে এগিয়ে চলতে প্রধানমন্ত্রী হাতকে শক্তি শালী হিসেবে গড়ে তুলবো।
বই বিতরনে এ সময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন কাবিল, ৮নং গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েলী বিশ্বাস, ম্যানেজিং কমিটির সভাপতি নাছরির আক্তার, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সদস্য আবু সাইল শিপলু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহ অভিবাবক বৃন্দ।