বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ। কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে মূল সমাবেশে যোগদান করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া
নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল চারটায় মহানগর বিএনপির উদ্যোগে শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মিশনপাড়া হয়ে চাষাড়া চত্বর ঘুরে ডিআইটি দিয়ে মন্ডলপাড়া হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি জিসান সুরাইয়া
নারায়ণগঞ্জ মহা নগরের মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহার সুলতানা সাংগঠনিক সম্পাদক দিপালী আক্তার সহ-সভাপতি তাসলিমা আক্তার গোগনগর ইউনিয়নের মহিলা দলের সংগ্রামী সভাপতি পপি আক্তার সাধারণ সম্পাদ জহুরা খাতুন সাংগঠনিক সম্পাদক শিল্পী ১৬ নং ওয়ার্ড সভাপতি মাহমুদা ১৬ নং ওয়ার্ড সম্পাদক রাবেয়া বেগম সাংগঠনিক সম্পাদক ফাতেমা হক দলের ১২ নং ওয়ার্ডের রিনা আক্তার ১০ নং ওয়ার্ড বর্ষা আক্তার নীলা আরো অন্যান্য নেতৃবৃন্দ