গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জে নতুনভাবে যাত্রা শুরু হয়েছে। আগে হকারদের থেকে অনেক ধরনের রাজনীতি শুরু হয়েছে। এই নেতাকে টাকা দাও ওই নেতাকে টাকা দাও, তারা এরকম টাকার ভাগ বাটওয়ারা করত। আমাদের পরিষ্কার কথা হকাররা মানবিক কারণে ফুটপাতে বসছে।
সোমবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর হকার সংহতির আয়োজনে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের এসপি ডিসি সিটি কর্পোরেশন শৃঙ্খলা মেনে হকারদের কে পূর্ণবাসন করার উদ্যোগ নেয় তাহলে আমাদের নারায়ণগঞ্জের হকাররা সেই উদ্যোগকে সাধুবাদ জানাবে। এই নারায়ণগঞ্জের হকাররা কাউকে এক টাকার চাঁদা দেবে না। আওয়ামী লীগ যারা আগে চাঁদা উঠাতো তারা চলে গেছে এখন যদি একপক্ষ ভাবে আওয়ামী লীগ চলে গেছে আমরা চাঁদা উঠাবো। এইটার কারণে আমাদের ছাত্র-জনতার জীবন দেয় নাই এবং গত ১৫বছর আমরা আন্দোলন সংগ্রাম করিনি। আমরা এক কথায় হকারদের বলে দিয়েছি নারায়ণগঞ্জে কাউকে চাঁদা দিবেন না। নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা মেনে হকাররা তাদের জীবিকা নির্বাহ করবে।