জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বন্দরে র্যালী ও করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত দলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা নেতৃত্বে ব্যাপক সোডাউন করেছে। এসময় মিছিলে মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা বন্দরের ওয়ার্ড গুলো।
এদিকে, দুপুর থেকে সিটি কর্পোনেশনের ৯টি ওয়ার্ডসহ উপজেলার ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার অফিসে আসতে শুরু করে। হাজার হাজার নেতাকর্মীর ভীড়ে বিকেল ৪ নাগাদ প্রধান সড়ক প্রদিক্ষণ করে পৌরসভা, খানবাড়ি মোড়, বন্দর বাজার, রুপালী,বন্দর থানা, সোনাকান্দা শাহেন শাহর অফিস হয়ে দড়িসোনাকান্দা মোড়ে গিয়ে র্যালীটি শেষ করে। র্যালীটিতে পুরো এলাকায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
সেখানে র্যালী শেষে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন।