রবিবার (১৮ নভেম্বর) বিকেল তিনটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৮ নংওয়ার্ড যুবদল নেতা এম ডি স্বপনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা জোসেফের যুবসমাবেশে যোগদান।
উক্ত মিছিলে পূর্বে যুবদল নেতা স্বপন বলেন,স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছরেই জুলুম অত্যাচার করে যুবদলকে থামিয়ে রাখতে পারিনি, যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আদর্শ করা যুবদল, আমরা কেএম মাজহারুল ইসলাম জোসেফ,ভাইয়ের আদর্শ করা সৈনিক আমরা জোসেফ, ভাইয়ের নেতৃত্বে এই নারায়ণগঞ্জকে রাজপথে জোসেফ বাইকে এগিয়ে নিতে চাই ।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা নজরুল ইসলাম ,মোঃ দুলাল, মকবুল ,সিয়াম আদর সাজু আজিজুল মিঠু অন্তর নোলক সাজ্জাদ নাঈম আজিজুল হাবিব,আরাফাত, আকাশ,প্রমুখ।
র্যালিটি ১৮নং ওয়ার্ড দিয়ে আলামিন নগর চত্বর ঘুরে শহরের নিতাই গঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভি আই টি মসজিদের সামনে মাজহারুল ইসলাম জোসেফের যুবসমাবেশে এসে যোগদেন। এর পর নারায়ণগঞ্জ মহানগর যুবদল অহংকার মাজহারুল ইসলাম জোসেফ তাদের হাতেতালি দিয়ে স্বাগত জানিয়ে বরন করেন। সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগদান করলে যুবসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।