নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন (রেজিঃ নং-৪৬৬৬) এর শহর উপ কমিটির কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
প্রধান অতিথি বক্তব্যে জোসেফ বলেন, নবীজি বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরী প্রদান করো। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সেটা আর বাস্তবায়ন হয় না। আমাদের দেশে শ্রম আইন থাকলেও এর পরিপূর্ণ বাস্তবায়ন নেই। যে শ্রমিকের কর্মের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে সেই শ্রমিক তার ন্যায্য মজুরী পায় না। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সুবিধা-অসুবিধা সকল কিছুতে আপনাদের পাশে থাকবো। আমাদের শ্রমিকরা শ্রেণী বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্য ভাঙ্গতে না পারলেও যতটুকু সম্ভব আমরা আপনাদের অধিকার আদায়ে কাজ করবো। অধিকার আদায়ে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মটরস ওয়ার্কসপ মেকানিক্স ফেডারেশনের (রেজিঃ নং-২১৯২) সাধারণ সম্পাদক গোলাম হোসেন।
শহর উপ কমিটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি এম.এ রব, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের কার্যকরী সভাপতি খলিলুর রহমান হামিদী প্রমুখ।