ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের উদ্যোগে শহরে নজরকাড়া বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ নভেম্বর ) বিকেল তিনটায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে আয়োজন করা হয়। সমাবেশ শেষে শহরে বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের নেতাকর্মীরা বিশাল বড় দলীয় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিকৃত বড় বড় ফেস্টুন – ব্যানারে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুল্লাহ তপন, মাকিত মোস্তাকিম শিপলু।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই রিঙ্কু, জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, মো: সেলিম, সদস্য আ: মতিন ভূইয়া, বিল্লাল হোসেন, আল আমিন, জামাল, অলিক, আজিম সরদার, মানিক, শাহীন, জাহাঙ্গিরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।