১৪নং ওয়ার্ড নন্দীপাড়া এলাকার প্রাচীন মসজিদ বায়তুল মাহফুজ জামে মসজিদ। শহরের অতি পরিচিত এই মসজিদে গত প্রায় ১৭ বছর যাবৎ কোনো মোতাওয়াল্লী না থাকার কারনে এলাকার কিছু সংখ্যক সুবিধাবাদী নেতারা এই মসজিদের অর্থ সহ সকল সুযোগ সুবিধা দিনের পর দিন লুটেপুটে খাচ্ছে। তারা কাউকেই মোতাওয়াল্লী নিয়োগ দিচ্ছে না, যার ফলে মসজিদের উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। কেনো বছরের পর বছর মোতাওয়াল্লী ছাড়া সে নন্দীপাড়া মসজিদ, কেনো নতুন করে মোতাওাল্লী নিয়োগ দেয়া হচ্ছে না এমনটাই জোরালো অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ শহরের নন্দীপাড়া এলাকার সাধারন জনগন ও এলাকার বাসী।
এরই কারনে ১৪ নং ওয়ার্ড নন্দীপাড়া ডি এন রোড বাইতুল মাহফুজ জামে মসজিদে নতুন মোতাওয়াল্লীকে নিয়োগের দাবি জানিয়েছেন এলাকারবাসী, এ বিষয়ে জোয়ালো প্রতিবাদ জানিয়ে ১৪নং ওয়ার্ড নন্দীপাড়া এলাকা বাসি বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোশরেরা মসজিদ নিয়ে ব্যবসা করেছেন এবং এখনো তাদের সেই ব্যবসা চললমান। তাই আমি নতুন মোতাওয়াল্লীকে নিয়োগ দেয়ার জোর দাবী জানাচ্ছি, এতে এলাকার সকল মুসলিমদের ভাইদেরকে সাথে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো। নতুন মোতাওয়াল্লীকে নিয়োগের পাশাপাশি মসজিদের উন্নয়নেও আমরা অংশগ্রহণ করবো। আর মসজিদের উন্নয়ন কাজ করতে হলে প্রথমে নতুন মোতাওয়ালী নিয়োগ দেওয়া বেশি প্রয়োজন তাই আমি নতুন মত মোতাওয়াল্লী নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি ।