নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জে ইজি ফ্যাশন এর ৭০তম শোরুমের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু সড়কে (বিএসবিএল) কমার্শিয়াল ভবনে ইজি ফ্যাশন এর ৭০তম শাখাটির উদ্ধোধন করেন বাংলাদেশ জতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃআশরাফুল।
উদ্ধোধনকালে আশরাফুল বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ২৮টি জেলাতে ইজির শোরুম রয়েছে। সারাদেশে ৭০ টি শোরুম রয়েছে ইজির। আমি নিজে ৩৫/৪০টি উদ্বোধন করেছি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য ইজির যাত্রা।
ইজি ফ্যাশন এর চেয়ারম্যান মোঃ আসাদ চৌধুরী বলেন, নারায়ণগঞ্জে মানুষ সুন্দর ভাবে গ্রহন করেছে তাই সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের মাঝে আমরা আবার ফিরে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইজি ফ্যাশন এর ডিরেক্টর মোঃ তৌহিদ চৌধুরী বলেন, ২০২০ সালে শুরু করেছিলো পরে আমরা এটা ছেড়ে দিয়েছি এখন আবার আমরা নতুন করে বড় পরিসরে নিয়েছি। ৬৪ জেলার মধ্যে আমাদের ২৮টি জেলায় আমাদের শোরুম রয়েছে। আমার লক্ষ্য হচ্ছে আপনাদের ভালো কিছু দেওয়া।
আবিদুল ইসলাম আন্তরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপ এর ডিরেক্টর আরিফ হোসেন ভূইয়া, ইজি ফ্যাশন এর ডিরেক্টর মোঃ ইসাক চৌধুরী, আব্দুল করির চৌধুরী সহ নারায়ণগঞ্জের ক্রেতা সাধারন ও ব্যবসায়ী বৃন্দ।