স্টাফ রির্পোটার : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তির দাবি জানিয়েছেন যুবদল নেতা সনেট আহমেদ ও এনামুল হক সোহানের নেতৃত্বে নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বারোটায় অর্ধশত নেতা কর্মী নিয়ে আদালত প্রাঙ্গণ উপস্থিত হন। এ সময় জাকির খানের মুক্তির দাবী করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এ সময় তারা বলেন, নারায়ণগঞ্জ মানুষের মুক্তির কান্ডারী, জনদরদি প্রাণপ্রিয় কর্মীবান্ধব নেতা জাকির খান কে বিগত আওয়ামীগ সরকার মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে। জাকির খান সব সময় বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষকে বিপদ আপদে সহযোগিতা করে আসছিলেন এবং বিএনপি প্রতিটি সভা সমাবেশে বিভিন্ন জনবল দিয়ে সভা,সমাবেশ সফল করে তুলছিলেন। ফ্যাসিস হাসিনার দোষররা বলেছেন খেলাহবে, আমরা রাজনৈতিক ভাবে খেলবো, গনতান্ত্রিক ভাবে খেলবো। সন্ত্রাসী সিস্টেম প্রোয়োগ করবো না। আমরা ১৭ বছর যাবৎ খেলেছি, তারা পালিয়ে গেছে। জাকির খান পালিয়ে যায় নি। কিন্তু বোরকা পরে অনেকে পালিয়ে গেছে।
তারা আরো বলেন, জাকির খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা তৈমুর আলম খন্দকার যোগসাজশে জাকির খানের নামে মিথ্যা মামলা দায়ের করে কারাবন্দি করে রেখেছে।
যুবদল নেতা সনেট আহমেদ ও এনামুল হক সোহানের নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড যু্বদলের সিনিয়র সহ-সভাপতি মো. সানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।