বন্দর প্রতিনিধি :নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাদকের অভয়ারণ্যখ্যাত হরিপুরের দূর্র্ধষ মাদক কারবারী নুর হোসেন ও ডিশ মনিরের সেই পুরানো আখড়ায় যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও নগদ ২,০৯,৬০০ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত মাদকবিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদক কারবারীদের বিরুদ্ধে যৌথবাহিনী (সেনাবাহিনী, র্যাব ও পুলিশ) এর সহযোগিতায় নারায়ণগঞ্জ বন্দর থানাধীন হরিপুরের কুখ্যাত মাদক কারবারি নুর হোসেন ও ডিশ মনির এর মাদক আস্তানায় অভিযান চালায় ।
এমন অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক নির্দেশনায় এবং ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক জনাব মোঃ মানজুরুল ইসলাম এর তত্ত্বাবধানে কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ও মতিঝিল; সার্কেলের পরিদর্শক জনাব মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের একটি বিশেষ টিম।
এই অভিযান পরিচালনাকালে ১১৭ বোতল ফেন্সিডিল ও নগদ ২,০৯,৬০০ টাকাসহ নারায়ণগঞ্জের হরিপুরের দূর্র্ধষ মাদক কারবারী ডিশ মনিরসহ ০২জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানে আসামীদের নাম ও ঠিকানা : ১. মোঃ নুর হোসেন (৪৫) (পলাতক), পিতা- মৃত. আঃ করিম মাতব্বর, মাতা- সমর্ত বান, ২. মোসা. ফাতেমা বেগম (৩৬) (গ্রেফতার), স্বামী- মোঃ নুর হোসেন, মাতা- মৃত. মনোয়ারা বেগম, ৩. মোঃ মনির হোসেন ওরফে ডিশ মনির (৫০) (গ্রেফতার), পিতা- মৃত. আব্দুল করিম মাতব্বর, মাতা- সমর্ত বান,
সর্বঠিকানাঃ গ্রামঃ হরিপুর, ওয়ার্ড নং- ২৭, পোস্টঃ মদনপুর, থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ।
যেভাবে অভিযান পরিচালনা করা হয় : ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক আটককৃত টেকনাফ ভিত্তিক কয়েকজন ইয়াবা কারবারীদের জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সন্নিকটে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন হরিপুর গ্রামে একটি মাদক পাচারকারী চক্র মাদকে ভয়ংকর আস্তানা গড়ে তুলেছে । এমন প্রাপ্ত তথ্য যাচাইকালে বেড়িয়ে আসে ইতোপূর্বে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে এপিবিএন ও পুলিশের সহায়তায় একই বাড়িতে নকল ইয়াবা ও ফেন্সিডিল তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছিল। সেই চক্রটি পুনরায় ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিল সরবরাহ করছে মর্মে গোপন তথ্য পেয়ে গতকাল রাতে যৌথবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করলে এই অভিযানের বিষয়টি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারী ও ০৭ মামলার আসামী মোঃ নুর হোসেন (৪৫) বাড়ি থেকে পালিয়ে গেলে বসতঘর তল্লাশি করে ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় একই সাথে মাদক বিক্রির নগদ ২,০৯,৬০০ টাকা জব্দ করা হয় এবং মোঃ নুর হোসেন (৪৫) এর প্রধান সহযোগী চিহ্নিত মাদক কারবারী ও ১৩ মামলার আসামী মোঃ মনির ওরফে ডিশ মনির (৫০) এবং অপর সহযোগীর স্ত্রী মোসা. ফাতেমা বেগম (৩৬) কে গ্রেফতার করে যৌথ বাহিনী ।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় নারায়নগঞ্জ বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এমন মাদক মামলা প্রমাণিত হলে সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদন্ড একই সাথে এই মামলায় মৃত্যুদন্ডাদেশের বিধানও রয়েছে।