বন্দর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার বিজয় র্যালিতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম শাকিলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে নেতাকর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় নগরীর মন্ডলপাড়া পুল থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র্যালিতে অংশগ্রহণ করে।
এর আগে সকালে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নাসিক ২০ নং ওয়ার্ডের মাহমুদ নগর নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে।
পরে সেখান থেকে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজহার ইসলাম শাকিলের ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শাহিন সহ বন্দর থানা স্বেচ্ছাসেবক নেতৃত্বে মিছিল নিয়ে নগরীর মন্ডলপাড়া এলাকায় মহানগর বিএনপির র্যালীতে আনন্দ মিছিল যোগদান করে।
এসময় নেতাকর্মীরা দলীয় শ্লোগান দিতে থাকে। পরে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে বিজয় র্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া বিজয় স্তম্ভ হয়ে মিশন পাড়া, মেট্রো হল হয়ে কালিবাজার গিয়ে র্যালী শেষ হয়।