আজিত দাস,বন্দর: ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সুপ্রিমকোর্ট ইউনিট আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ প্রচার সম্পাদক এডভোকেট সামছুন নূর বাঁধন ডেঙ্গু আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ চিকিৎসাধীন আছেন।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত চৌধুরী বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে সামছুন নূর বাঁধনের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
জানা গেছে, সামছুন নূর বাঁধন বেশকিছুদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি নারায়ণগঞ্জ পলি ক্লিনিকে ভর্তি হন। এসময় পরীক্ষা করার পর তার ডেঙ্গু পজেটিভ আসে। বর্তমানে তিনি সেখানেই চিকিসা নিচ্ছেন।